স্টাফ রিপোর্টার : বাংলাদেশের ক্রাইম রিপোর্টারদের কর্মতৎপরতা ও পেশাগত উৎকর্ষতা এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যেকোনো দেশের তুলনায় অনেকটাই আধুনিক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সফররত ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস (আইসিআরসি)’র এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কমিউনিকেশন্স স্পোকসম্যান নেহা থাককার। গতকাল দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব) কার্যালয় পরিদর্শন ও ক্র্যাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ের সময়ে এ মন্তব্য করেন তিনি। দুর্যোগ দুর্বিপাকের অভিজ্ঞতালব্ধ বাংলাদেশে শুধু এখন প্রাকৃতিক দুর্যোগই নয়, রাজনৈতিক নানা অস্থিরতার কারণেও সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় মাঠপর্যায়ের সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির প্রশংসা করেন নেহা থাককার। পেশাগত জীবনে সাবেক এই সাংবাদিক নেহা থাককার বর্তমানে (আইসিআরসি)’র কমিউনিকেশন্স স্পোকসম্যান হিসেবে কাজ করতে গিয়ে নানা অভিজ্ঞতা বিনিময় করেন ক্র্যাব নেতৃবৃন্দের সাথে। ক্র্যাব প্রচার ও প্রকাশনা সম্পাদক এমএম বাদশাহ্’র সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আইসিআরসি ঢাকা মিশনের কমিউনিকেশন ডেলিগেট মাইকেল কাইফ, কমিউনিকেশন এক্সিকিউটিব রায়হান সুলতানা তমা, ক্র্যাব যুগ্ম সম্পাদক মোমিন হোসেন, অর্থ সম্পাদক এসএম দেলোয়ার হোসেন প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন