মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১, ০৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

মহানগর

আন্দোলনরত নার্সরা এবার হাইকোর্টে

প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) সচিবালয় কর্তৃক প্রকাশিত নার্স নিয়োগ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের সিদ্ধান্ত বহাল রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছে। আগামী ২৫ এপ্রিল বিচারপতি সালমা মাসুদ চৌধরী ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চে রিট আবেদনের উপর শুনানি হতে পারে। গত সোমবার বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তাদের আইনজীবী রিট করেন। তবে আবেদনের পক্ষে আইনজীবীকে তা প্রকাশ করতে চাননি রিটকারীরা। এমন কি রিটকারীদের পক্ষে শুনানিতে আইনজীবী কে তাও জানাচ্ছে না।
গত ২৮ মার্চ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সচিবালয় কর্তৃক প্রকাশিত নার্স নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে পূর্বের ন্যায় ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে আন্দোলন করে আসছেন নার্সরা। তারা টানা অবস্থান ধর্মঘট পালন করে আসছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন