চট্টগ্রাম ব্যুরো : ‘নো ওয়ার নো হাঙ্গার’ সেøাগানে চট্টগ্রামে নানা আয়োজনে পালিত হয়েছে এতিম দিবস। শোভাযাত্রা, আলোচনা সভা, সংবাদ সম্মেলন, এতিমখানায় খাবার ও বস্ত্রসামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে ওয়ার্ল্ড অরফান সেন্টার। আবুল খায়ের স্টিল মিলস লিমিটেডের সহযোগিতায় ওয়ার্ল্ড অরফান সেন্টার এবার এতিম দিবস পালন করে।
চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, স্বাধীনতার ৪৪ বছর পেরিয়ে গেলেও বাঙালির চিরকালীন লক্ষ্যে আমরা আজো পৌঁছতে পারিনি। সামাজিক দায়বদ্ধতা, দেশপ্রেম, মানবতাবোধে আমরা এখনো অনেক পিছিয়ে। এতিমদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। ওয়ার্ল্ড অরফান সেন্টারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ আমান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামাল খান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন