শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চট্টগ্রামে ৫০ মে. টন জাটকা আটক

প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : কর্ণফুলী নদীর সদরঘাট জেটির অদূরে ৫০ মেট্রিক টন জাটকা ইলিশ আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল (বুধবার) সন্ধ্যায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মনসুরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), নগর পুলিশ ও মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় পরিচালিত অভিযানে আটক ‘এফভি নাজ মঈন’ নামের ফিশিং ভ্যাসেলটিতে উল্লেখিত পরিমাণ জাটকা রয়েছে।
ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মনসুর জানান, অভিযানের বিষয়টি আঁচ করতে পেরে মাঝি-মাল্লারা সব পালিয়ে গেছে। বাবুর্চিসহ পাঁচজন মজুরকে আটক করা হয়েছে। ফিশিং ভ্যাসেলটির হ্যাজে (খোপ) বিপুল পরিমাণ জাটকা রয়েছে, আনুমানিক ৫০ মেট্রিক টন হতে পারে। তিনি বলেন, আটক জাটকাগুলো নগরী ও উপজেলা পর্যায়ে এতিমখানায় বিলি করা হবে। প্রাথমিকভাবে সবগুলো জাটকা আমরা হিমাগারে রাখার চেষ্টা করবো। যদি এত রাতে কুলি-মজুর ও হিমাগারে জায়গা পাওয়াটা কঠিন। যদি হিমাগারে জায়গা না থাকে তবে জাহাজসুদ্ধ সিলগালা করে দেয়া হবে। পরবর্তীতে সুবিধাজনক সময়ে এতিমখানায় বিলি করা হবে। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন