নওগাঁ জেলা সংবাদদাতা : নওগাঁর মহাদেবপুরে ১৪ বছরের এক উপজাতী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় আদিবাসী পরিষদ মহাদেবপুর শাখার উদ্যোগে বুধবার দুপুরে উপজেলার নওহাটা মোড়ে ঘণ্টাকালব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজাতী নেতা দিলিপ পাহান। বক্তব্য রাখেন জাতীয় উপজাতী পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সুভাষ হেমব্রম, নওগাঁ জেলার উপদেষ্টা জয়নাল আবেদিন মুকুল, নওগাঁ জেলা আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি সুধীর পাহান, সাধারণ সম্পাদক নিরঞ্জন পাহান, বাসদ নেতা কালিপদ সরকার, শাইন চৌধুরী, সুনিল পাহান, ভারত পাহান ও ধর্ষণের শিকার ওই কিশোরীর মা। বক্তাগণ আগামী ২৬ এপ্রিলের মধ্যে আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবের রেজা চৌধুরী জানান, উপজেলার দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের ওই আদিবাসী কিশোরী গত রবিবার সকাল ১০ টায় পার্শ্ববর্তী তার বান্ধবী ববিতার বাড়ীতে বেড়াতে যায়। সেখানে ওই আদিবাসী নারী ধর্ষিত হয়। এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে রসুলপুর গ্রামের অসিম ম-ল, গৌতম ম-ল এবং বান্ধবী ববিতাকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করে। আসামীরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে পুলিশী অভিযান চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন