শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বিএনপি গণতন্ত্র নিয়ে মাথা ঘামাচ্ছে না -তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০১৮, ৩:৫১ পিএম

বিএনপি গণতন্ত্র নিয়ে মাথা ঘামাচ্ছে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে হইচই করছে বিএনপি। আর মামলার আসামি খুনিদের আড়াল করার চেষ্টা চালাচ্ছেন। আজকে খালেদা জিয়াকে নিয়ে নির্বাচন করতে হবে এই শর্ত যারা দেন তারা কার্যত নির্বাচনটাকে বানচাল করতে চান।

শুক্রবার কুষ্টিয়ার ভেড়ামারায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি এমন একটা দল, যে দলের সঙ্গে গণতন্ত্র শব্দটি যায় না। তাদের নেত্রী খালেদা জিয়া গণতন্ত্রের মা নন, তিনি আসলে জঙ্গি ও রাজাকারতন্ত্রের মা আর গণতন্ত্রের সৎ মা। সেজন্য গণতন্ত্রকে হত্যা করা, নির্বাচন বানচাল করা ও খুনিদের রক্ষা করাই হচ্ছে বিএনপির একমাত্র কাজ। এর বাইরে তাদের কোনও কাজ নেই। এ সময় ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন এবং জাসদ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন