পাবনার চাটমোহরে আন্তঃনগর ট্রেনের ১০২টি টিকেট ও নগদ টাকাসহ দুই কালোবাজারিকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার তাদের আটক করা হয়। আটক দুই কালোবাজারি হল-চাটমোহর উপজেলার কুবিরদিয়ার গ্রামের আবিদ হাসান সুজন ও রায়হান হোসেন। চাটমোহর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কুমার পাল জানান, এবছর চাটমোহর রেলস্টেশনে টিকেট কালোবাজারি বন্ধে পুলিশের নজরদারি বাড়ানো হয়। স্টেশনে নিয়োজিত করা হয় সার্বক্ষণিক পুলিশি পাহারা। এরই ধারাবাহিকতায় দুই কালোবাজারিকে আটক করা হল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন