মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নাটোরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ১৩

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৮, ৫:৩৪ পিএম | আপডেট : ৫:৫৯ পিএম, ২৫ আগস্ট, ২০১৮
নাটোর-পাবনা মহাসড়কের লালপুরের কদিমচিলান এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই শিশুসহ ১৩ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই লেগুনার যাত্রী। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতের অধিকাংশই নাটোর ও পাবনা জেলার বাসিন্দা।
 
শনিবার বিকেল ৪টার দিকে লালপুরের কদিমচিলান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ২০ জন যাত্রী আহত হয়েছেন। সংবাদ পেয়ে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ ও নাটোর ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।
 
স্থানীয়রা জানান, বিকেল ৪টার দিকে পাবনা থেকে রাজশাহীগামী চ্যালেঞ্জার পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বনপাড়া থেকে ঈশ্বরদীগামী লেগুনার সংঘর্ষ ঘটে। সন্ধ্যা সাড়ে ৫টায় শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ চলছিল।
 
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। উদ্ধার কাজ চলছে।
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন