সোমবার ১১ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১, ০৯ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

গাজীপুরে তিনজনকে জরিমানা একজনকে কারাদ-

প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতির কোনাবাড়ী জোনাল অফিসের নিয়ন্ত্রণাধীন এলাকায় মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচলানা করা হয়েছে। অভিযানে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করায় তিনজনকে প্রায় ৭ লাখ টাকা জরিমানা এবং এক যুবককে এক বছরের কারাদ- প্রদান করা হয়েছে।
 ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আমবাগ এলাকার মরতুজ আলীকে ৪ লাখ ২ হাজার ৪৯২, সারদাগঞ্জ এলাকার আবু হানিফকে ৯৮ হাজার ১৭৬ ও একই এলাকার হাফিজ উদ্দিনকে ১ লাখ ৯৫ হাজার ৮৫১ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রেখে অবৈধভাবে বিদ্যুৎ চালানোর অভিযোগে আমবাগ এলাকার আবুল হোসেনের ছেলে নাজমুল হোসেনকে (২৫) এক বছরের কারাদ- প্রদান করেছেন আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার।
অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কোনাবাড়ি জোনাল অফিসের ডিজিএম মোখলেছুর রহমান ও এজিএম জুনায়েদুর রহমান।
গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতির জিএম অসিম কুমার দাস জানান, গত ৮ মাসে গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ বিলের প্রায় ৪ কোটি টাকা আদায় করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন