বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৮, ৩:১১ পিএম

সাড়ে ছয় ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
রোববার বেলা ১২টা ৫০ মিনিটে উদ্ধারকাজ শেষ হওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সকাল ৭টা ৩৫ মিনিটে গৌরীপুর বোকাইনগর রেলস্টেশনের কাছে ময়মনসিংহের গৌরীপুরে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

মালবাহী ট্রেনচালক মো. এনামুল কবীর জানান, ২৪টি বগিতে মালামাল নিয়ে ট্রেনটি আখাউড়া যাচ্ছিল। সকাল ৭টা ৩৫ মিনিটে ট্রেনের মাঝখানের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। বেলা ১২টা ৫০ মিনিটে উদ্ধারকাজ শেষ হওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আটকে থাকা ময়মনসিংহ জংশনে ভৈরব লোকাল ট্রেন ও গৌরীপুর জংশনে চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

উদ্ধারকারী কর্মকর্তা সাইদুল রহমান জানান, বেলা ১২টা ৫০ মিনিটে উদ্ধারকাজ শেষ হয়েছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন