শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শ্রীপুরে মেম্বার প্রার্থী আ’লীগ নেতা খুন

প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন (৪৫) কে মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা কুপিয়ে খুন করেছে। ঘটনার পরপর শ্রীপুর ও জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতকদের ব্যবহৃত দু’টি মোটর সাইকেল, ৬/৭ জোড়া জুতা, ধারালো অস্ত্র উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত সন্দেহে স্থানীয় বনকর আমুনা গ্রামের মফিজ উদ্দিনের স্ত্রী হালিমা খাতুনকে আটক করে। জানা যায়, মঙ্গলবার রাতে আক্তার হোসেন তার চাচাত ভাই জামির খন্দকারকে নিয়ে গাজীপুর সদর উপজেলার বারিয়া ইউনিয়নের বনকর আমুনা গ্রামে দাদীর জানাযায় অংশ নেয়। জানাযা শেষে বাড়ী ফেরার পথে একই গ্রামের মফিজ উদ্দিনের বাড়ির পাশে জামিরকে মোটর সাইকেল থেকে নামিয়ে একা ভাংগা রাস্তা পার হচ্ছিলেন আক্তার হোসেন। জামির হোসেন জানায়, এসময় মফিজ উদ্দিনের বাড়ীতে পূর্ব থেকে উঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আক্তার হোসেনের ওপর হামলা চালায়। হামলাকারীরা এলোপাতাড়ি কুপিয়ে তার পুরো শরীর ক্ষতবিক্ষত করে ফেলে। জামির ডাকচিৎকার দিলে হামলাকারীরা তাকেও ধাওয়া করে। ডাকচিৎকার শুনে পার্শ্ববর্তীর জানাযার লোকজন দ্রুত এগিয়ে এলে ঘাতকরা তিন-চারটি মোটর সাইকেল যোগে বীরদর্পে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলেই আক্তার হোসেনের মৃত্যু হয়। খবর পেয়ে রাতেই শ্রীপুর থানার ওসি আসাদুজ্জামান, জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় পুলিশ মফিজ উদ্দিনের বাড়ী থেকে ঘাতকদের ব্যবহৃত দুইটি মোটর সাইকেল নং (ঢাকা মেট্রো হ-২৩-৪৩৫২, ঢাকা মেট্রো হ-৪৫-২৫৪৯), ৬/৭ জোড়া জুতা ও ধারালো অস্ত্র উদ্ধার করে এবং মফিজ উদ্দিনের স্ত্রী হালিমাকে আটক করে। নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আক্তার হোসেন খন্দকার ও তার ভাতিজা মজিবুর রহমান, মুমেন আকন্দ এবং নাসির আকন্দ প্রহলাদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে আক্তার হোসেন ও তার ভাতিজা মজিবুরের মধ্যে চরম উত্তেজনা ও বিরোধ চলছিল।  হত্যাকা- জয়দেবপুর থানা এলাকায় হওয়ায় জয়দেবপুর থানায় মামলা হবে। এ ব্যাপারে জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান জানান, হত্যাকা-ের সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত জয়দেবপুর থানায় মামলা প্রক্রিয়াধীন। গতকাল বুধবার দুপুরে গাজীপুরের রাজবাড়ী মাঠে এবং মার্তা গ্রামে পৃথক জানাযা শেষে নিহতের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন