আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকালীন সরকারে বিএনপির প্রতিনিধি থাকার সুযোগ নেই। মন্ত্রিসভায় নতুন করে অন্য কাউকে যোগ নয় বরং কমানো হতে পারে।
তিনি বলেন, গতবার বিএনপিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অফার করা হয়েছিলো। তবে তারা সেটি ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। এবার বিএনপির যেহেতু সংসদে প্রতিনিধিত্ব নেই, তাই নতুন করে তাদের আমন্ত্রণ জানানোর কোনো সুযোগ নেই।
গতকাল দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সভারের হেমায়েতপুরে এক কোটি টাকা ব্যয়ে ৬০টি স্ট্রিট লাইট স্থাপন করে ইন্টারসেকশন আলোকিতকরণ উদ্বোধন কালে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
সরকারের আয়তন বৃদ্ধি কিংবা আরও লোকজন যুক্ত করার কোন দরকার নাই উল্লেখ করে মন্ত্রী বলেন, ২০১৮ সালকে যদি বিএনপি ২০১৪ সাল মনে করে থাকে তাহলে তারা আরও বড় এবং মারাত্মক ভূল করবে। এবার যদি সন্ত্রাস সহিংসতা হয় বাংলাদেশের মানুষ তা প্রতিহত করবে।
সেতুমন্ত্রী বলেন, নাটোরের দুর্ঘটনার জন্য তদন্ত কমিটি গঠন করেছি, নির্দেশ দিয়েছি। এবার ঈদে দুর্ঘটনার হার কম। কিন্তু সে তুলনায় মৃত্যুর হার বেশি।
তিনি আরো বলেন, আমরা লক্ষ্য করছি, দুটো গাড়ির রেষারেষিতে দুর্ঘটনা ঘটে না। ছোট ছোট যানগুলো এবং মোটরসাইকেলে একটু ধাক্কা লাগলেই আরোহী সবাই মারা যায়। এই কারণে মৃত্যুর হার বেশি। আমরা এই ছোট ছোট যানগুলো ২২ সড়কে নিষিদ্ধ করেছি। কিন্তু ঈদের সময় তারা বাড়তি সুবিধা নেয়।
এসময় মন্ত্রীর সাথে সড়ক ও জনপথ বিভাগের উদ্ধর্তন কর্মকর্তা ছাড়াও সাভারের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, তেতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর, সাভার উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব এবং স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন