শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

লক্ষ্মীপুরে র‌্যাবের অভিযান, তিন ছাত্রসহ ৭ মাদকসেবী আটক

লক্ষ্মীপুর আঞ্চলিক অফিস | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৮, ৮:২৩ এএম

লক্ষ্মীপুরে র‌্যাবের বিশেষ অভিযান চালিয়ে ৩ শিক্ষার্থীসহ ৭ মাদকসেবীকে আটক করা হয়েছে। সোমবার রাতে শহরের উত্তর তেমুহনী এলাকায় মদের পাট্টা থেকে তাদের আটক করা হয়। পরে ভ্রমমাণ আদালতের মাধ্যমে মুচলেকা দিয়ে অপ্রাপ্ত বয়স হওয়ায় তিন শিক্ষার্থী ও এক হিন্দু মহিলাকে পরিবারের নিকট তুলে দেয়া হয়েছে।
বাকী একজনের ১০ দিন ও অপর দুজনের ৭দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রমমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খবীরুল আহসান। এসময় উপস্থিত ছিলেন র‌্যাবের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমা।
এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন