শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চাটমোহরে পুলিশের হাতে ৭ জুয়ারি আটক

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৮, ২:৫৫ পিএম

পাবনার চাটমোহরে তাস দিয়ে জুয়া খেলার সময় ৭ জুয়ারিকে আটক করেছে থানা পুলিশ। রাতে উপজেলার ফৈলজানা ইউনিয়নের পবাখালী গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল- পবাখালী গ্রামের আনছার আলী, মো. আবদুর রশিদ, মো. আজিজ মোল্লা, মো. আফজাল হোসেন, মো. সেলিম সরদার, মো. তফিজ উদ্দিন ও মো. শহিদুল ইসলাম।
চাটমোহর থানার ওসি মো. বদরুদ্দোজা জানান, রাতে একটি পরিত্যক্ত ঘরে তাস দিয়ে জুয়া খেলছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাত জনকে আটক করা হয়। এ সময় জুয়ার বোর্ড থেকে দুই সেট তাস এবং নগদ ৪ হাজার ২২০ টাকা উদ্ধার করা হয়। থানায় মামলা দায়েরের পর আটককৃতদের মঙ্গলবার জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন