শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বিএনপির ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ভেঙে যাবে আজ সিলেট যাচ্ছেন ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আন্দোলনের প্রয়োজন হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘জাতীয় ঐক্য ফ্রন্টের নেতাদের সবিনয়ে বলব, সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলনের প্রয়োজন হবে না। দেশে গ্রহণযোগ্য নির্বাচন হবে। আপনারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিন।’
গতকাল সকালে রাজধানীর শ্যামলীতে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের জন্য আবাসিক ভবন তৈরির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির ক্ষমতাকেন্দ্রীক ময়ুর সিংহাসনের স্বপ্ন অচিরেই তাসের ঘরের মত ভেঙ্গে পড়বে। তিনি বলেন, শেখ হাসিনার সরকার বা আওয়ামী লীগের কোন ক্ষমতাকেন্দ্রিক উচ্চাভিলাষী স্বপ্নের বিলাসী সৌধ নেই। ক্ষমতাকেন্দ্রিক কোন প্রাসাদ নেই, যেটা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আমাদের ভিত বাংলাদেশের মাটির অনেক গভীরে, দৃড়ভাবে প্রতিথ, এটা তাসের ঘর নয় ভেঙ্গে যাবে, এটা জনগনের ভিত, এটা গণভিত। কাজ দিয়ে কর্ম দিয়ে আদর্শ দিয়ে শেখ হাসিনা বঙ্গবন্ধু আমাদের পূর্ব পুরুষেরা এই সৌধ, এই স্ট্রাকচার নির্মান করেছে।
ভোটের আগে খালেদার মুক্তির জন্য বিএনপি জোরাল কর্মসূচি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে কাদের বলেন, ফখরুল সাহেব বলেছেন, ভোটের আগে খালেদার মুক্তির জোড়াল কর্মসূচি দেবে। ফখরুল সাহেব, নয় বছরে যা পারলেন না, তিন মাসে তা পারবেন এটা দেশের মানুষ বিশ্বাস করে না।
নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক কর্মীকে গ্রেফতার না করা এবং সব রাজনৈতিককর্মীর মুক্তি নিশ্চিত করা নিয়ে নতুন জোট যুক্তফ্রণ্টের দাবির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আমি তাদের আহ্বানের জবাবে বলতে চাই, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত যারা রাজনীতি করে, যারা ইতিবাচক রাজনীতি করেন, যাদের বিরুদ্ধে কোন মামলা নেই, সন্ত্রাসের অভিযোগ নেই, সন্ত্রাস বা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত হওয়ার কোন অভিযোগ নেই তাদেরকে অবশ্যই গ্রেফতার করা হবে না।
কিন্তু যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, মামলা আছে আইনের বিচারে যারা অপরাধী অপকর্মকারী তাদেরকে অশ্যেই জনগনের নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলার স্বার্থে গ্রেফতার না করার কোন কারণ নেই।
এদিকে আজ শোকসভায় যোগ দিতে সিলেট যাচ্ছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সিলেট ব্যুরো জানায়, জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হবে। আজ বেলা ২টায় সিলেটের রেজিস্টারি মাঠে এ সভার আয়োজন করা হয়েছে। শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওবায়দুল কাদের
ইতোমধ্যে শোকসভার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকরা। সর্বশেষ প্রস্তুতি দেখতে বুধবার বেলা ১টার দিকে সভাস্থল পরিদর্শন করেছেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের নেতৃত্বে সমাবেশস্থল পরিদর্শন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, আওয়ামী লীগ নেতা ফয়জুল আনোয়ার আলোয়ার, অধ্যক্ষ সুজাত আলী রফিক, এটিএম জেবুল, রনজিত সরকার, অ্যাডভোকেট শামসুল ইসলাম, রুহুল আনাম চৌধুরী মিন্টু প্রমুখ।
শোকসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, অ্যাড. মিসবাহ উদ্দিন সিরাজ, খালিদ আহমদ চৌধুরী ও এনামুল হক শামীমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সভায় আওয়ামীলীগ এবং অঙ্গসহযোগী সংগঠনের জেলা, মহানগর, উপজেলা, ওয়ার্ড ও ইউনিয়নসহ সর্বস্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।###

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন