মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১, ০৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

মহানগর

রাসিকের হোল্ডিং ট্যাক্স বৃদ্ধিতে ক্ষোভ ও উদ্বেগ

প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি করায় ক্ষুব্ধ হয়ে উঠেছে নগরবাসী। হঠাৎ করেই বিপুল অংকের ট্যাক্স বৃদ্ধির নোটিশ হাতে পেয়েই হতবাক ও ক্ষুব্ধ নগরীর বাসিন্দারা। নোটিশ নিয়েই ছুটছেন নগর ভবনে। আপিল ফরম ক্রয়ের জন্য লম্বা লাইন। এতে করে বিভিন্ন সামাজিক সংগঠনও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করেছে।
গত কয়েকদিন ধরে নগরীর বিভিন্ন সেক্টরে এ নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। এরই মধ্যে সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ সিটি কর্পোরেশনকে এক সপ্তাহের আল্টিমেটাম দিয়েছে। এ সময়ের মধ্যে হোল্ডিং ট্যাক্স পূর্বের হিসেবে নেয়ার ঘোষণা না দিলে নগরভবন ঘেরাও ও হরতাল কর্মসূচি দেয়ারও হুমকি দিয়েছেন। এছাড়া নগর সিপিবি, মেস মালিক সমিতিও পৃথকভাবে বিবৃতি দিয়ে অবিলম্বে হোল্ডিং ট্যাক্স আদায়ের নতুন সিদ্ধান্ত থেকে রাসিককে সরে আসার পরামর্শ দিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন