শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

টুপি-পাঞ্জাবি নয়, ইসলামের নিশান হল উত্তম আখলাক

ময়মনসিংহে আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

মো: শামসুল আলম খান, ময়মনসিংহ : | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০১ এএম

ময়মনসিংহে এক আলোচনা সভায় আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, দিনে দিনে ঈমানদারদের সংখ্যা কমে যাচ্ছে। মানবতা উঠে যাচ্ছে। মনে রাখবেন, টুপি-পাঞ্জাবীই ইসলামের নিশান নয়, ইসলামের প্রকৃত নিশান হল উত্তম আখলাক। তাই, শুধু নামাজ দিয়ে পরকালে বাঁচা যাবে না। বাঁচতে হলে ঈমানদার হতে হবে। তিনি আরো বলেন, ডিজিটালের কারনে এখন ফজরের নামাজে মুসল্লী কমে গেছে। সবাই এখন ফেইসবুকে ব্যস্ত। যখন দেশের পুলিশের হাতে ডিজিটাল অস্ত্র ও যন্ত্রপাতি থাকবে। মানুষকে প্রকৃত নিরাপত্তা দিতে পারবে, তখন দেশ ডিজিটাল হবে বলেও মন্তব্য করেন তিনি।    
গতকাল শনিবার বিকেলে ময়মনসিংহ নগরীর টাউন হল অডিটরিয়ামে উপমহাদেশে ইসলাম প্রচারে আউলিয়া কেরামগণের অবদান র্শীষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় দারুল ক্বিরাত মজিদিয়ার আয়োজনে সংগঠনের অডিটর মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব মাওলানা শাব্বীর আহামদ মোমতাজী।     
এ সময় মাওলানা শাব্বীর আহামদ মোমতাজী বলেন, জমিয়াতুল মোদার্রেছীন আউলিয়া ক্বেরামগণের সমর্থনে কাজ করছে। এবং ঐক্যবদ্ধা ভাবে সুন্দর সমাজ গঠনেও বদ্ধপরিকর। তিনি আরো বলেন, বর্তমান সরকার মাদরাসা শিক্ষায় আলেম সমাজের অধিকাংশ দাবি ইতিমধ্যে পূরণ করেছে। বাকিগুলোও পর্যায়ক্রমে পূরণ কবে। জমিয়াতুল মোদার্রেছীন সে লক্ষ্যে সব সময়ই সচেষ্ট রয়েছে।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অ্যাড.আনিছুর রহমান খান, ড.ওমর ইবনে হাসান, মাওলানা শহীদুল্লাহ পাঠান, মাওলানা ছাইদুর রহমান, মাওলানা কুতুব উদ্দিন আনসারী, মাওলানা আবুল কালাম আজাদ, প্রিন্সিপাল মাওলানা ড. ইদ্রিস খান, অ্যাড.আওরঙ্গজেব বেলাল প্রমূখ।
এর আগে দারুল ক্বিরাত ময়মনসিংহ বিভাগের আহবায়ক সৈয়দ তোফায়েল উদ্দিনের সভাপতিত্বে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. মো: আক্কাছ উদ্দিন ভূইয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন