সিলেট অফিস : সিলেট মহানগরীর তাঁতিপাড়াস্থ ঝুঁকিপূর্ণ তিনতলা একটি ভবন ভেঙেছে সিটি করপোরেশন (সিসিক)। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ওই ভবন ভাঙার কাজ শুরু হয়। বিকাল ৫টা পর্যান্ত চলে ভবন ভাঙার কাজ। তিনতলা ওই ভবনটির মালিক নগরীর দ্য এইডেড হাইস্কুলের প্রাক্তন শিক্ষক ফজলুল হক। ভবনটি বুধবারের মধ্যে স্বেচ্ছায় ভেঙে ফেলতে মালিককে গত রোববার নোটিশ দিয়েছিল সিসিক। তবে ভবন মালিক স্বেচ্ছায় ঝুঁকিপূর্ণ ভবনটি না ভাঙায় আজ সিসিক নিজ উদ্যোগেই সেটি ভাঙার কাজ শুরু করেছে। সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান, সিসিকের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙে ফেলতে নোটিশ দেয়া হয়েছিল। তবে ভবন মালিক সেটা না করায় আজ নিজ উদ্যোগেই সিসিক ভবনটি ভাঙতে শুরু করেছে। তিনি জানান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষজ্ঞ টিম নগরীর ৩২টি চরম ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেছে। সেই ভবন মালিকদের নোটিশ প্রদান করা হচ্ছে। পর্যায়ক্রমে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন