মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১, ০৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

মহানগর

বৈশাখী উৎসব ও লোকজ মেলা উদযাপন করবে চসিক

প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম সিটি কর্পোরেশন বৈশাখী উৎসব ও লোকজ মেলা ১৪২৩ বঙ্গাব্দ আয়োজন করতে যাচ্ছে। আগামী ৬, ৭ ও ৮ মে তিন দিনব্যাপী লালদীঘির ময়দানে বৈশাখী উৎসব ও লোকজ মেলা বসবে। এ কর্মসূচি গ্রহণ উপলক্ষে গতকাল (বৃহস্পতিবার) সকাল ১১টায় নগর ভবনে প্রধান শিক্ষা কর্মকর্তার দপ্তরে সমাজকল্যাণ ও কমিউনিটি সেন্টার স্থায়ী কমিটির এক সভা কমিটির সভাপতি কাউন্সিলর মোহাম্মদ সলিম উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মিসেস নীলু নাগ, প্রধান শিক্ষা কর্মকর্তা মিসেস নাজিয়া শিরিন, শিক্ষা কর্মকর্তা মো: সাইফুর রহমান, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক কর্মকর্তা আশেক রসুল চৌধুরী টিপু উপস্থিত ছিলেন। বৈশাখী উৎসব ও লোকজ মেলায় লোকজ স্টলে সাজানো হবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অন্তর্ভুক্ত থাকবে। এ মেলা আয়োজনে চসিকের আনুমানিক ৬ লাখ টাকা বাজেট ধরা হয়েছে। মেলা আয়োজনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা বিভাগ দায়িত্ব পালন করবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন