রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মিরসরাইয়ে ট্রেনের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ২

মিরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৮, ১০:৪৪ এএম

চট্টগ্রামের মিরসরাই উপজেলার রেলক্রসিং এলাকায় ট্রেনের সঙ্গে বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

রোববার ভোর ৪টার দিকে বারইয়ারহাট রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।

মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার এসআই মোক্তার হোসেন জানান, ঢাকা থেকে খাগড়াছড়িগামী এস আলম পরিবহনের একটি যাত্রীবাহী বাস বারইয়ারহাট রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনটি ওই বাসে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়।

এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় মুস্তাননগর হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর ওই রেললাইনটিতে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে বাসটি সরানো হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান এসআই মোক্তার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন