টাঙ্গাইলের গোপালপুরে এক মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে এলাকাবাসী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ এলাকাবাসীকে ছত্রভঙ্গ করতে ২৭ রাউন্ড ফাঁকা গুলি করে। এসময় গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশসহ ১০ জন গ্রামবাসী আহত হয়।
জানা যায়, গোপালপুর থানা পুলিশ গত শনিবার রাতে পৌর এলাকার কোনাবাড়ীতে অভিযান পরিচালনা করে শফিকুল নামের এক যুবককে আটক করে। পরে তার কাছ থেকে ৩৭ পিস ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ শফিকুলকের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করে। পরের দিন রবিবার সকালে শফিকুলের এলাকাবাসী এ ঘটনায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। এসময় পুলিশ এলাকাবাসীকে ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি করে। এলাকাবাসীও পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল ছুড়তে থাকে। এতে উভয় পক্ষের ১০জন আহত হয়।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন বলেন, কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে শফিকুল নামে এক যুবককে ৩৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়। এ ঘটনায় রোববার সকালে শফিকুলের এলাকাবাসী রাস্তা অবরোধ করে যানবাহন ভাংচুর শুরু করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৭ রাউন্ড ফাঁকা গুলি করে। এসময় এলাকাবাসীর ইট-পাটকেল নিক্ষেপে ৬ পুলিশ সদস্য আহত হয়। আহতদের মধ্যে ২ পুলিশ সদস্যকে গোপালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে সুমন ও সোহেল নামে দুইজনকে আটক করে পুলিশ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন