মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ইসরাইলি হামলার খবর নাকচ সিরিয়ার

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

রাজধানী দামেস্কর কাছে সামরিক বিমানবন্দরে ইসরাইলি বিমান হামলার খবর নাকচ করেছে সিরিয়ার সরকার। সিরীয় সামরিক সূত্রকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, মেজ্জেহ বিমানবন্দরে ধারাবাহিকভাবে প্রচণ্ড বিস্ফোরণের যে শব্দ শোনা গেছে তা যুদ্ধ উপকরণ নিষ্ক্রিয় করার এলাকায় বিস্ফোরণের শব্দ। বৈদ্যুতিক ত্রুটি থেকে এ বিস্ফোরণ হয়। অতীতে সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। গত বছর দেশটি সিরিয়ার মেজ্জেহ বিমানবন্দরে হামলা চালিয়েছে বলেও অভিযোগ রয়েছে। রবিবার আবারও সিরিয়ায় হামলার অভিযোগ ওঠে ইসরাইলের বিরুদ্ধে। এদিন যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-এর প্রধান রামি আবদেল রহমান ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, মেজ্জেহ সামরিক বিমানবন্দরে ‘সম্ভাব্য ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা’ হয়েছে। এএফপি জানায়, ওই বিমানবন্দরে সিরিয়ার বিমানবাহিনীর গোয়েন্দারা থাকতেন। তবে কিছুক্ষণ পরই সিরিয়া সেনা সূত্রের পক্ষ থেকে খবরটি অস্বীকার করা হয়। সেনা সূত্রকে উদ্ধৃত করে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, ওই ঘাঁটিটি ‘ইসরাইলি আগ্রাসনের’ লক্ষ্যবস্তু ছিল না। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হওয়া ছবিতে দেখা গেছে, ওই এলাকায় বেশ কিছু শক্তিশালী বিস্ফোরণ হয়েছে। এএফপি, সানা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন