রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

রাস্তাজুড়ে বালু ও ইট

| প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম


বাড়ি বা ফ্ল্যাট বানানোর সময় গলির মুখেই হোক বা বড় রাস্তার ওপরে, রাস্তাজুড়ে বালু, ইট, রড, স্টোনচিপস ফেলে রাখা হয়। এ কারণে অনেক সময়ই সাইকেল, সিএনজিচালিত অটোরিকশা, বাইক বা রিকশা হড়কে পড়তে দেখেছি। স্টোনচিপস বা ভাঙা ইট ছিটকে এসে লেগেছে এমন ঘটনার অভাব নেই। আর বালু তো সারাক্ষণ উড়ে উড়ে পথচারীর নাকে-মুখে লাগছে। শরীরে প্রবেশ করে বিভিন্ন রোগের সৃষ্টি করছে। আর এতে যাতায়াতেও অসুবিধা হয় যথেষ্ট। রাস্তারও হচ্ছে ব্যাপক ক্ষতি। নির্দিষ্ট একটা জায়গায় বালু, ইট, স্টোনচিপস কি রাখা যায় না? অলিগলিতে কেন এসব রাখা হয়? সিটি করপোরেশন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা জেনে বা দেখেও কেন বাধা দিচ্ছে না? যারা এ কাজ করে তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করার ব্যবস্থা কি নেওয়া যায় না? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করি।
লিয়াকত হোসেন খোকন
রূপনগর, ঢাকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন