শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ব্রহ্মপুত্রে পানি অপরিবর্তিত যমুনা, গঙ্গা পদ্মায় বৃদ্ধি

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০১ এএম

ব্রহ্মপুত্র নদের উৎপত্তিস্থল ও উজানে চীন, ভারতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। চীনে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। ব্রহ্মপুত্রের বন্যার মুখে রয়েছে উত্তর-পূর্ব ভারতের অরুণাচল ও আসাম রাজ্য।
এদিকে গতকাল (রোববার) পাউবো’র বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, ব্রহ্মপুত্র নদের পানির সমতল অপরিবর্তিত রয়েছে। আর যমুনা নদের পানির সমতল বৃদ্ধি পাচ্ছে এবং তা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। উভয় নদ এখনও বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে।
অন্যদিকে পদ্মা নদী ও পদ্মার উজানে গঙ্গা নদীর পানির সমতল বৃদ্ধি পাচ্ছে। আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। আপার মেঘনা অববাহিকায় সুরমা-কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তা অব্যাহত থাকতে পারে আগামী ২৪ ঘণ্টায়ও।
পানি উন্নয়ন বোর্ডের আওতায় দেশের ৯৪টি পানির সমতল পর্যবেক্ষণ স্টেশনের মধ্যে গতকাল ৪৬টি পয়েন্টে পানি বৃদ্ধি পায়। হ্রাস পায় ৪০টিতে। অপরিবর্তিত থাকে ৭টি পয়েন্টে। গত শনিবার ৪১টি পয়েন্টে পানি বৃদ্ধি এবং ৪৬টিতে হ্রাস পায়। অপরিবর্তিত ছিল ৫টি পয়েন্টে। গত শুক্রবার ৩২টি পয়েন্টে পানি বৃদ্ধি, ৫৪টিতে হ্রাস পায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন