মিরপুর সেনানিবাসস্থ ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) “আঞ্চলিক সংযোগঃ সুযোগ এবং প্রতিদ্বন্দিতা” বিষয়ে দিনব্যাপি এক সেমিনার সোমবার অনুষ্ঠিত হয়েছে। এনডিসি, বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউট (বিইআই) যৌথভাবে সেমিনারের আয়োজন করে। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং পাওয়ার এন্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের এক্সিকিউটিভ চেয়ারম্যান ডঃ হোসেন জিল্লুর রহমান সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার সমাপনী বক্তৃতায় আঞ্চলিক সংযোগ বাস্তবায়নের গুরুত্ব, সীমাবদ্ধতা এবং সম্ভাব্যতা সম্পর্কে আলোকপাত করেন। তিনি এ ধরনের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সেমিনার আয়োজনের উদ্যোগ গ্রহণের জন্য ন্যাশনাল ডিফেন্স কলেজকে সাধুবাদ জানান। ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ সেমিনারের উদ্বোধন করেন। সেমিনারে উল্লেখযোগ্য সংখ্যক বিশিষ্ট বুদ্ধিজীবী এবং দেশি-বিদেশী উচ্চপদসহ সামরিক-বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ ছাড়া বন্ধুপ্রতিম ১২টি দেশের ২৩ জন সামরিক কর্মকর্তাসহ ন্যাশনাল ডিফেন্স কোর্সের ৭৬ জন প্রশিক্ষনার্থী কর্মকর্তা ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের ৩৫ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা এতে অংশ নেন। সেমিনারে আঞ্চলিক সংযোগ বিষয়ক ৩টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন