সাটুরিয়া (মানিকগঞ্জ) উপজেলা সংবাদদাতা : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ গ্রামে পাওয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের হামলায় সুশান্ত চন্দ্র সরকার (২৩) নামে একজন নিহত হয়েছে।
এ সময় নিহতের মামা মন্টু চন্দ্র সরকারও (৩৫) আহত হয়েছেন। তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে সুশান্ত মানিকগঞ্জ সদর হাসপাতালে মারা যায়। নিহত সুশান্ত উপজেলার হরগজ চরপাড়া গ্রামের কৃষ্ণপদ সরকারের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে হরগজ চরপাড়া এলাকার একটি চায়ের দোকানে সুশান্তর মামা মন্টু সরকার প্রতিবেশী কমল সরকারের কাছে পাওনা টাকা আদায় করা নিয়ে কথা কাটাকাটি করেন। ওই সময়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা তাদের শান্ত করে সেখানে সড়িয়ে দেয়। এর পরপরই কমল, বিমল, শ্যামল, পরেশ ও সাগর লোহার রড় এবং লাঠিসোটা নিয়ে মন্টুর বাড়িতে হামলা করে। মন্টু ও তার মা তাপসী সরকারকেও মারপিট করেন হামলাকারীরা। এ সময় মন্টুর ভাগিনা সুশান্ত এসে বাধা দিলে হামলাকারীরা তাকেও মারপিট করেন। হামলাকারীরা তার মাথায় সজোরে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন সুশান্ত। এ সময় স্থানীয়রা এসে সুশান্ত ও মন্টুকে গুরুতর আহত অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে। কর্তব্যরত চিকিৎসক সুশাস্তকে মৃত ঘোষণা করে। মন্টু সরকার একই হাসপাতালে চিকিৎসাধীন।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানায়, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গেই লাশের ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেছে সুশান্তের পরিবার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন