ভারতের কেরালার পর এবার উত্তর প্রদেশে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। গেলো কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও বন্যায় অন্তত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চলতি সপ্তাহের শুরু থেকে রাজ্যে ফের টানা বৃষ্টিপাত শুরু হয়। এতে বন্যার সৃষ্টি হয়েছে। রাজ্যের প্রধান প্রধান সড়কে পানি উঠে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এছাড়া শাহজাহানপুরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম। এখানে ৬ জনের মৃত্যু খবর জানা গেছে। এছাড়াও, অন্য ১৬টি জেলায় প্রবল বন্যা দেখা দিয়েছে। চলতি বর্ষা মৌসুমে উত্তর প্রদেশে বন্যা ও বৃষ্টিপাতে মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে গেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাসে উত্তর প্রদেশের পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায় আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। এনডিটিভি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন