শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ভয়াবহ বন্যা-ভুমিধসে নিহত ১০৬ ব্রাজিলে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ জুন, ২০২২, ১২:০৭ এএম

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভ‚মিধসে কমপক্ষে ১০৬ জন নিহত হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে ১০ জন। দেশটির সরকারের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা। উত্তর-পূর্বাঞ্চলীয় পার্নাম্বুকো রাজ্যের গভর্নর পাওলো কামারা বলেছেন, ‘নিখোঁজদের খুঁজে বের করতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে সরকার। নিখোঁজেরা উদ্ধার না হওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে।’ এক টুইট বার্তায় ন্যাশনাল সিভিল ডিফেন্স জানিয়েছে, রাজধানী রেসিফসহ পার্নাম্বুকোতে ফের বন্যার আশঙ্কা রয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার পার্নাম্বুকো পরিদর্শন করেছেন দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারো। ব্রাজিলে গত পাঁচ মাসের মধ্যে এটি চতুর্থ বড় বন্যার ঘটনা। গত ডিসেম্বরের শেষের দিকে এবং জানুয়ারির শুরুতে উত্তর-পূর্ব বাহিয়া রাজ্যে বৃষ্টিপাতের কারণে কয়েক ডজন মানুষ নিহত এবং কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছিল। জানুয়ারির শেষের দিকে সাও পাওলোতে বন্যার সময় কমপক্ষে ১৮ জন নিহত হয়। এর ঠিক পরের মাসে রিও ডি জেনিরো রাজ্যে প্রবল বর্ষণে নিহত হয় ২৩০ জনেরও বেশি মানুষ। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন