জামালপুরের সরিষাবাড়ীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বালু উত্তোলনের অবৈধ ড্রেজার মেশিন ও মেশিনের সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ি গ্রামের ঝিনাই নদীতে বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।
ভ্রাম্যমান আদালত সুত্র জানায়, হাটবাড়ি গ্রামের কাবদি মিয়ার ছেলে হবিবুর রহমানসহ সংঘবদ্ধ একটি চক্র পার্শ্ববর্তী ঝিনাই নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে ওই চক্রটি বালুর ব্যবসা করে মোটা অঙ্ক হাতিয়ে নিলেও নদীর তীর হুমকির মুখে পড়ে। খবর পেয়ে ভ্রাম্যমান আদালত ও পুলিশ অভিযান চালিয়ে বালু উত্তোলনের একটি ড্রেজার মেশিন ও মেশিনের ছয়টি পাইপসহ সরঞ্জামাদি ধ্বংস করে দেয়।
নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জানান, ‘নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেওয়া হবে না। কোথাও এমন সংবাদ পেলে অভিযান চালিয়ে বন্ধ করা হবে।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন