নিজের দ্বিতীয় স্ত্রীকে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামী যুবলীগ নেতা ইতালীতে পালিয়ে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে ইমিগ্রেশন পুলিশ সাভার থানা যুবলীগের বহিস্কৃত সাবেক সভাপতি ও ঢাকা জেলা পরিষদের সদস্য সেলিম মন্ডলকে আটক করে।
পারিবারিক কলহের জের ধরে গত ৩ আগস্ট সেলিম মন্ডল তার দ্বিতীয় স্ত্রী আয়েশা আক্তার বকুলকে (২৫) অ্যাসিডে ঝলসে দিয়ে হত্যা করে। পরে মানিকগঞ্জের সিংগাইর থানা পুলিশ সেদিনেই তার লাশ উপজেলার বায়রা ইউনিয়নের স্বরূপপুর গ্রামে একটি কলাবাগান থেকে উদ্ধার করে। পরে নিহতের ভাই উজ্জ্বল হোসেন বাদী হয়ে সেলিম মন্ডলকে প্রধান আসামী করে মানিকগঞ্জের সিংগাইর থানায় একটি মামলা দায়ের করেন।
এ মামলায় সেলিম মন্ডল বেশ কয়েকদিন পালিয়ে থেকে গত ২৮ আগষ্ট উচ্চ আদালতে উপস্থিত হয়ে তার আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে আদালত তাকে অস্থায়ী জামিন দেন। রাতে তিনি ইতালীতে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দরে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ মানিকগঞ্জের সিংগাইর থানা পুলিশের হাতে তুলে দেয়। এর আগে ২০ আগষ্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সেলিম মন্ডলকে যুবলীগ থেকে বহিস্কার করে কেন্দ্রীয় কমিটি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন