রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সেবন ও বিক্রির অপরাধে এমবিবিএস চিকিৎসকসহ ৪৭ জনকে গ্রেফতার করেছে ডিএমপি ও মাদক নিয়ন্ত্রণ অধিদফতর। গত মঙ্গলবার ও গতকাল এ অভিযান চলে।
ডিএমপির ডিসি (মিডিয়া) জানান, নগরীর বিভিন্ন এলাকা থেকে ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৮ হাজার ২০৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৭৩৯ গ্রাম হেরোইন, ৫৯০ গ্রাম গাঁজা, ৭ বোতল ফেন্সিডিল, ৪ লিটার দেশী মদ ও ৫২টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। এ ঘটনায় ৩০টি মামলা করা হয়েছে।
এদিকে, মাদক নিয়ন্ত্রণ অধিদফতর রাজধানীর বাড্ডা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এমবিবিএস ডাক্তারসহ চার মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
##
শব্দ: ১১৮
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন