শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী জীবন

আল হাদীস

| প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৯ এএম

ইবনে আব্বাস (রা) হতে বর্ণিত। তিনি বলেন, নাবি (সা) ইহরাম বাঁধার স্থান নির্ধারণ করে দিয়েছেন, মদিনাবাসীদের জন্য যুল-হুলায়ফা, সিরিয়াবাসীদের জন্য জুহফা, নজদবাসীদের জন্য কারনুল মানযিল, ইয়ামানবাসীদের জন্য ইয়ালামলাম। হজ্জ্ব ও উমামাহ নিয়্যাতকারী সেই অঞ্চলের অধিবাসী এবং ঐ সীমারেখা দিয়ে অতিক্রমকারী অন্যান্য অঞ্চলের অধিবাসী সকলের জন্য উক্ত স্থানগুলো মীকাতরূপে গণ্য এবং যারা এ সব মীকাতের ভিতরের স্থানের অধিবাসী, সেখান হতে হজ্জের নিয়্যাত করে বের হবে (ইহরাম বাঁধবে)। এমনকি মক্কাবাসী মক্কা হতেই (হজ্জের) ইহরাম বাঁধবে।
-বুখারীঃ ১৫২৪, ১৫২৬; মুসলিমঃ ১১৮১, ১১৮৯

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন