রাজশাহী ব্যুরো : ছাত্রলীগের দুই গ্রæপের কথা কাটাকাটির জের ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগের কর্মী অনিক মাহমুদ বনিকে মারধরের ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকায় গতকাল শনিবার বিকেলে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। একই ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতিকে গ্রেফতারের দাবিও জানানো হয়।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানার সহযোগী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি আতিকুর রহমান সুমন, মেহেদী হাসান, পরিবেশ বিষয়ক সম্পাদক মোস্তাকিম বিল্লাহ (বহিস্কৃত), যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পলাশের (বহিস্কৃত) নেতৃত্বে দলীয়ে নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী অনিক মাহমুদ বনিকে মারধর করে। এতে বনি আহত হয়। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বর্তি করা হয়েছে। এনিয়ে ছাত্রলীগের দু‘গ্রæপের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন