প্রেস বিজ্ঞপ্তি : বৈজ্ঞানিক পদ্ধতিতে কুরআন শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আশুলিয়ার হাকিমাবাদ মাদ্রাসা কমপ্লেক্সে ৩ দিনব্যাপী নামাজে কুরআন তিলাওয়াতের বিশেষ প্রশিক্ষণ গতকাল শুক্রবার শেষ হয়েছে। এ কর্মসূচির উদ্বোধন করেছিলেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খাঁন। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রধান অতিথির উদ্বোধনী বক্তৃতায় মন্ত্রী বৈজ্ঞানিক পদ্ধতিতে কুরআন শিক্ষা পদ্ধতি দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য আলেম সমাজের প্রতি আহŸান জানান। তিনি কুরআন শিক্ষা ফাউন্ডেশনের কর্মকাÐের ভ‚য়সী প্রশংসা করেন। কপিরাইট অমান্য করে এই পদ্ধতি নকল করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মন্ত্রী হুঁশিয়ারী উচ্চারণ করেন।
ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আহাম্মেদ ভঁ‚ইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডা. মো. এনামুর রহমান এমপি এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও কুরআন শিক্ষা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ইসমত কাদীর গামা। প্রধান আলোচক ছিলেন বৈজ্ঞানিক পদ্ধতিতে কুরআন শিক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ ক্বারী মাওলানা মো. রমজান আলী। অনুষ্ঠানে বক্তৃতা করেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে কুরআন শিক্ষা ফাউন্ডেশনের মহাসচিব মাওলানা মো. খালিদ সাইফুল্লাহ। মাওলানা রমজান আলী আশা প্রকাশ করেন যে, যার উদ্ভাবিত পদ্ধতিতে কুরআন শিক্ষা সব শ্রেণীর মানুষের জন্য অধিকতর সহজতর।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন