স্টাফ রিপোর্টার : রাজধানীর পল্লবীতে এক সপ্তাহ আগে দগ্ধ হওয়া শাহানা আক্তার (২৫) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গত ১৫ এপ্রিল পারিবারিক কলহের জের ধরে রাজধানীর পল্লবী থানা এলাকার ভাড়া বাসায় নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন শাহান। আগুনের তার শরীরের ৫০ ভাগ পুড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ইব্রাহীমের স্ত্রী তিনি নিজেই তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। কিন্তু গৃহবধূর স্বামী তা বিভিন্নভাবে প্রবাহিত করার চেষ্টা করায় তাকে ওইদিনই আটক করে পুলিশ। পরে তাকে ৫৪ ধারায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন