রাজশাহী নগরীর টিকাপাড়ায় অবস্থিত কেমিকো ফার্মাসিউটিক্যালস-এ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কেমিকো ফার্মার ওষুধ কারখানার জেনারেটরের কক্ষ থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন ওই ভবনে ছড়িয়ে পড়ে। এ সময় আতঙ্কে কারখানাটির শ্রমিকরা বের হয়ে চলে আসেন। তবে ভেতরে কেউ আটকা পড়েছেন কি-না সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রাজশাহী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক নুরুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানটির জেনারেটর কক্ষে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগেছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ জানা যায়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন