নাটোর জেলা সংবাদদাতা : নাটোর সদর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদে বিএনপির চেয়ারম্যান প্রার্থী এবং হালসা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন । আজ সকাল সাড়ে দশটায় লক্ষীপুর খোলাবাড়ীয়া বিএনপি মনোনীত ইউপি চেয়ারম্যান প্রাথী রফিকুল ইসলাম, হালসার বিএনপির ইউপি চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম খলিল, আওয়ামী লীগের বিদ্রোহী র্প্রার্থী শফিকুল ইসলাম, ছাতনী ইউনিয়ন বিএনপির মনোনীত প্রার্থী সুলতান আহমেদ, কাফুরিয়া ইউনিয়নের বিএনপির প্রার্থী খবির উদ্দিন শাহ এবং তেবাড়ীয়া ইউপি চেয়ারম্যান গোলাম সারোয়ার নির্বাচন বর্জনের ঘোষণা দেন। ভোট কারচুপি, এজন্টদের ভয়ভীতি প্রদর্শন এবং ভোট কেন্দ্র থেকে এজন্টদের বের করে দেয়ার অভিযোগে তারা এই ভোট বর্জন করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন