কুলিয়ারচর (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : গতকাল কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি শিল্পপতি মো.শরীফুল আলম (সিআইপি) কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় উপজেলা বিএনপি গণসংবর্ধনার আয়োজন করেছে ।
এ উপলক্ষে ২৩ এপ্রিল শনিবার সকালে বিএনপি ও এর অঙ্গসংগঠন মিছিলসহ মোটর শোভা যাত্রার আয়োজন করে। শোভাযাত্রার শেষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পথ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল মিল্লাতের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপির নব নির্বাচিত সহসাংগঠনিক মোঃ শরীফুল আলম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন