ট্রাফিক আইন ভঙ্গের দায়ে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫২ লাখ ৩৫ হাজার ৫০ টাকা জরিমানা ও ৬ হাজার ১৯৮টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এ সময় ৩৮টি গাড়ি ডাম্পিং ও ৯২৬টি গাড়ি রেকার করা হয়।
একইভাবে ট্রাফিক আইন ভঙ্গের কারণে ২ হাজার ১৬০টি মোটরসাইকেলকে জরিমানা ও ১১০টি মোটরসাইকেল আটক করা হয়।
হাড্রোলিক হর্ন ব্যবহারে ১০৭টি, হুটার বা বিকনলাইট ব্যবহারে ৯টি গাড়ি পুলিশ স্টিকার লাগানোয় ২টি গাড়ি ও মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ২০টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহারের দায়ে ৩০ জনের বিরুদ্ধ মামলা ও উল্টো পথে গাড়ি চালানোর অপরাধে ৩৯৬টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন