শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

সহিংসতার ছক আঁকছে বিএনপি -ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ৬:০৩ পিএম

নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও তাদের দোসররা সহিংসতার ছক আঁকছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর কাদের।

বুধবার বিকালে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে সড়ক পরিবহন শ্রমিকদের এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, “এদেশে আবার বিএনপি ও তার সাম্প্রদায়িক দোষররা নাশকতার ছক আঁকছে। আন্দোলনের নামে আবারও দেশকে ২০১৪ সালের মত সহিংসতার চক্রান্ত করছে।

শ্রমিকদের উদ্দেশ্য করে আওয়মী লীগ সাধারণ সম্পাদক বলেন, আপনারা কি প্রস্তুত আছেন? আবারও নাশকতা সহিংসতা করলে বাংলাদেশের শ্রমিক সমাজ, কৃষক সমাজ, তরুণ সমাজ ও নারী সমাজকে সঙ্গে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবো।

সকল ষড়যন্ত্র নসাৎ করে দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতীক, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক নৌকা ভাসতে ভাসতে আগামী ডিসেম্বর মাসে বিজয়ের বন্ধরে পৌছাবে। সবাই প্রস্তুত থাকুন। আমি আপনাদেরকে অনুরোধ করবো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Nannu chowhan ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ৬:৪২ পিএম says : 0
Nejera shohingshota koren bolei shob shomoy shohingshotar gondho pan tai noy ki?
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন