শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

সুষ্ট, নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের জন্য যা কিছু করা দরকার তাই করবো -বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ৯:৫৪ পিএম

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, আমরা একটি উদ্দেশ্যের জন্য এ দল গঠন করেছিলাম। পাঁচশ বছর আওয়ামী লীগের রাজনীতি করলেও টাঙ্গাইলের মানুষ আওয়ামী লীগের মালিক হতে পারবে না। তিনি বলেন, আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করবো। সেই নির্বাচন ২০১৪ সালের মত হবে না। আমরা যে নির্বাচনে অংশ গ্রহণ করবো সে নির্বাচনে চুরি-জালিয়াতি করতে দেবো না।
তিনি আরো বলেন, আমি এই ২০ থেকে ২৫ দিনের জন্য এ সরকারের পতন চাই না। আমরা বলেছি সরকারের পতনের জন্য আন্দোলন করতে পারবো না, আন্দোলন করবো না। তবে সুষ্ট, সুন্দর, নিরপেক্ষ, অবাধ নির্বাচনের জন্য যা কিছু করা দরকার তা আমরা করবো।
টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের উদ্যোগে আজ বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল ক্লাব মিলনায়তনে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জীবন শুরু করেছিলাম জনগণের জন্য। যতদিন বেঁচে থাকবো জনগণের জন্য কাজ করে যাবো।
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি এডভোকেট রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীর প্রতীক, বঙ্গবীরের সহধর্মীনি নাছরিন কাদের সিদ্দিকসহ টাঙ্গাইল জেলার সকল পর্যায়ের নেতাকর্মীরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
মাহমুদ ২০ সেপ্টেম্বর, ২০১৮, ১১:০৩ পিএম says : 0
বাহ কি খেমতা।।
Total Reply(0)
Niloe ২০ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৩৯ পিএম says : 0
Oti uttomএখানে আপনি আপনার মন্তব্য করতে পারেন
Total Reply(0)
sm mozibur ২৯ অক্টোবর, ২০১৮, ৮:২৪ এএম says : 0
তাহলে আপনি জাতীয় ঐক্যফ্রন্ডে যোগ দিতে পারেন। অনুরোধ।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন