গাজীপুরের শ্রীপুরে ২ বছরের এক অবুঝ শিশুকে বাঁশের লাঠি দিয়ে অমানবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার দুপুরে পৌর এলাকার দারগারচালা গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে শিশুর পিতা শহীদ মিয়া বাদী হয়ে শ্রীপুর থানায় অভিযোগ করেছেন।
অভিযোগে জানা যায়, শহীদ মিয়ার স্ত্রী রহিমা খাতুন তার শিশু সন্তানদের নিয়ে শ্বশুর বাড়ীতে বসবাস করত। তাদের সাথে একই এলাকার মৃত হানিফার মেয়ে মনোয়ারা, হনুফা খাতুন ও মাসুদদের পূর্ব থেকেই শত্রু তা চলছিল। পূর্ব শত্রু তার জের ধরে রোববার দুপুরে রহিমার সাথে ঝগড়ার সৃষ্টি হয়। এক পর্যায়ে রহিমার দুই বছরের শিশু কন্যা বন্যাকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। এসময় শিশু কন্যাকে রক্ষা করতে রহিমা এগিয়ে গেলে তাকেও বেধড়ক মারপিট করা হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা হাসপাতালে এনে ভর্তি করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন