শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

প্রধানমন্ত্রীর সামরিক সচিব চুনতিকে আলোকিত করেছেন

লোহাগাড়ায় ওবায়দুল কাদের

মো. সাদাত উল্লাহ, লোহাগাড়া (চট্টগ্রাম) থেকে : | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলছেন, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বীরবিক্রম পিএসসি অন্ধকার চুনতি গ্রামকে আলোকিত করেছেন। বাংলাদেশ সরকারের চলমান উন্নয়নের ধারাবাহিকতায় বিভিন্ন রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা সুন্দর করে এবং ঘরে ঘরে বিদ্যুৎ, স্কুল, কলেজ, মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান চালু করে অবহেলিত চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি গ্রামে তিনি আলো জ্বালিয়েছেনে। তিনি প্রধানমন্ত্রীর সবচেয়ে কাছের মানুষ।
র্দীঘ নয় বছর অত্যন্ত বিশ্বস্ততার সাথে চৌকস সামরিক অফিসার হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। গতকাল চট্টগ্রামের লোহগাড়ার চুনতি গ্রামে প্রধানমন্ত্রীর সামরিক সচিবের পিতা ইছহাক মিয়ার নামে ২০ কোটি টাকা ব্যয়ে সড়কের উদ্ধোধন শেষে বিশাল সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এ কথা বলেন।
চট্টগ্রামে আবেদীন সাহেবের মত লোক জন্ম নিলে পুরো চট্টগ্রাম আলোকিত হবে। বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর সামরিক সচিব কোরআনের আয়াত উল্লেখ করে বলেন, যারা ফজরের সময় কোরআন তেলোওয়াত করবে কোরআন তাদের জন্য স্বাক্ষী দেবে। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী নিয়মিত ফজরের নামাজের পর কোরআন তেলোওয়াত করেন। আমার পিতা ইছহাক মিয়ার নামে সড়কটি চট্টগ্রাম-কক্সবাজার সড়কে চুনতি শাহ সাহেব গেইট থেকে পুটিবিলা এমচর হাট পর্যন্ত ১০ কিলোমিটার সড়ক নির্মিত হয়েছে। এ সড়ক উপজেলার চুনতি ও পুটিবিলা ইউনিয়নের ১৬টি গ্রাম ও ৭টি শিক্ষা প্রতিষ্ঠান ও বান্দরবন জেলার লামা উপজেলার সাথে সরসরি সংযোগ স্থাপন হয়েছে। এলাকার আর্থসামজিক উন্নয়নের পাশেপাশি জাতীয় অর্থনীতিতে এ সড়ক ইতিবাচক ভূমিকা রাখবে।
চুনতি ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু’র সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার আবু আসলামের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন আ.লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ, প্রচার সম্পাদক হাছান মাহমুদসহ কেন্দ্রীয় ও জেলা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Add
Wahid Md Tuhin Chy ৬ আগস্ট, ২০১৯, ৫:২০ পিএম says : 0
আমার চট্টগ্রাম জেলার অহংকার। যার জন্মের কারনে চকরিয়া- লুহাগাডা আজ ধন্য। তার প্রতিষ্ঠায় আমরা গরবিত । ভদ্র,নিরহংকারী ও পরপকারি ব্যাক্তিত্তের জন্য আজ আলোকিত আমার জন্মভুমি। প্রতিবেশি হিসেবে, চকরিয়ার সন্তান হিসেবে এ-ই গৌরব আমার জন্য আরেকটু বেশী বলে মনে করি। শ্রদ্ধা মিশেল ভালোবাসায় শুভেচ্ছা নিরন্তর, হে গুণী।
Total Reply(0)
Add
Wahid Md Tuhin Chy ৭ আগস্ট, ২০১৯, ১:৩০ এএম says : 0
আমার চট্টগ্রাম জেলার অহংকার। যার জন্মের কারনে চকরিয়া- লুহাগাডা আজ ধন্য। তার প্রতিষ্ঠায় আমরা গরবিত । ভদ্র,নিরহংকারী ও পরপকারি ব্যাক্তিত্তের জন্য আজ আলোকিত আমার জন্মভুমি। প্রতিবেশি হিসেবে, চকরিয়ার সন্তান হিসেবে এ-ই গৌরব আমার জন্য আরেকটু বেশী বলে মনে করি। শ্রদ্ধা মিশেল ভালোবাসায় শুভেচ্ছা নিরন্তর, হে গুণী।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ