থাইল্যান্ডে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এবারের বর্ষা মৌসুমে ৭১ জনের মৃত্যু হয়েছে। সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে গণমাধ্যম। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, চলতি বছর জানুয়ারি থেকে এ-পর্যন্ত দেশটির ২৭টি অঞ্চলের ৫৭ হাজারেরও বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়। এর মধ্যে বর্ষা মৌসুমের আগে ও পরে তাদের মৃত্যু হয়। এখনও হাজারো মানুষ দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গত বছর দেশটিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও বহু মানুষ প্রাণ হারান বলে জানা যায়। এক গবেষণার ফলাফলে দেখা গেছে, সাম্প্রতিক সময়ে বিশ্বের ১০০টি দেশের ৩৯ কোটিরও বেশি মানুষ এই রোগে আক্রান্ত। বিবিসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন