বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

খাগড়াছড়ি মাটি চাপা পড়ে যুবকের মৃত্যু

খাগড়াছড়ি থেকে স্টাফ রিপোটার | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২৩, ৬:০৬ পিএম

খাগড়াছড়ির গুইমারা উপজেলার দক্ষিণ হাফছড়ি গ্রামে পানির কুয়া খনন করতে গিয়ে মাটিচাপা পড়ে বেলাল হোসেন (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে গুইমারা উপজেলার ২ নম্বর হাফছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ হাফছড়ি গ্রামের ফুল মিয়ার কনিষ্ঠ পুত্র।
জানা গেছে, রবিবার (৫ মার্চ) সকালে বেলাল হোসেন স্ত্রী আয়শা বেগমকে নিয়ে বাড়ির পাশে খাবার পানির সন্ধানে কুয়া খনন করতে যায়। বেলা ১২ টার আগে স্ত্রী আয়শা বেগম স্বামীর জন্য দুপুরের খাবার নিতে ঘরে আসে। ফিরে গিয়ে দেখে স্বামী বেলাল হোসেন কুয়ার মধ্যে মাটিচাপা পড়ে আছে। আয়শা চিৎকার করলে লোকজন ছুটে এসে মাটিচাপা পড়া বেলাল হোসেনকে মানিকছড়ি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ডা. মহিউদ্দীন মৃত ঘোষণা করেন। তার সংসারে ১ পুত্র ও ১ কন্যা সন্তান রয়েছে।
মৃত বেলাল হোসেনের ভাই মিরাজ হোসেন জানান, খরা মৌসুমে খাবার পানির সংকটে থাকি আমরা। অনেক দূরে যেয়েও বিশুদ্ধ পানি জুটে না। তাই ছোট ভাই তার স্ত্রীকে নিয়ে কুয়া খনন করতে গিয়ে অকালে ঝড়ে গেলো।
হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. মহিউদ্দীন জানান, মাটিচাপায় নিহত মো. বেলাল হোসেন হাসপাতালে আনার আগে মৃত্যু হয়েছে। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন