শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নাজিব রাজাকের স্ত্রীকে ফের জিজ্ঞাসাবাদ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০১ এএম

মালয়েশিয়ার ওয়ানএমডিবি দুর্নীতির অভিযোগের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের স্ত্রী রোসমাহ মানসুরকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করেছে দেশটির দুর্নীতিদমন সংস্থা। বুধবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলে রোসমাহ সংস্থার অফিসে হাজির হন। এর আগে গত জুন মাসে তাকে তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। মালয়েশিয়ার পুলিশ জানিয়েছে, নাজিব রাজাকের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের আরও ২১টি অভিযোগ আনা হবে। ওয়ানএমডিবি তহবিল থেকে নিজের অ্যাকাউন্টে ৬৮ কোটি ১০ লাখ ডলার নেওয়ার ঘটনাতেই এই নতুন অভিযোগ গঠন করা হবে। পুলিশ বলছে, এসব অভিযোগের মধ্যে ৯টিতে অবৈধভাবে অর্থ গ্রহণ, পাঁচটিতে অবৈধভাবে ব্যবহার ও সাতটিতে এগুলো হস্তান্তরের ঘটনা রয়েছে। নাজিব অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন। এরই মধ্যে তার স্ত্রীকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করা হলো। বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় রোসমেহ মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন-এমএসিসি’র সদর দফতরে উপস্থিত হন। ওই সময় তার সঙ্গে আইনজীবীরা ছিলেন আর তাকে গম্ভীর মনে হচ্ছিল। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন