শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

শনিবার বিএনপি সমাবেশ করতে পারবে

দলীয় কর্মিসভায় ওবায়দুল কাদের

রাজবাড়ী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০১ এএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ২৯ সেপ্টেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি যে সমাবেশ করতে চাচ্ছে তা তারা করতে পারে। আওয়ামী লীগ কোনও পাল্টা সমাবেশ করবে না।
গতকাল দুপুরে রাজবাড়ীর পাংশার কলিমহর ইউনিয়নের গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে দলীয় কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে বেলা ১১টায় পাংশার শিয়ালডাঙ্গী থেকে রাজবাড়ীর তালতলা পর্যন্ত রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের দ্বিতীয় অংশের সম্প্রসারণ ও সংস্কার কাজ উদ্বোধন করেন সেতুমন্ত্রী।
তিনি বলেন, মরা গাঙে জোয়ার আসে না। বিএনপি মানে বাংলাদেশ নালিশ পার্টি। তারা শুধু ফাঁকা আওয়াজ দেয়। তাদের কোনও আওয়াজে বিভ্রান্ত হওয়ার কিছু নেই।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আপনারা সড়ক অবরোধ করবেন না। শুধু সতর্ক অবস্থানে থাকবেন। আক্রমণ করবেন না। কিন্তু আক্রান্ত হলে তার উপযুক্ত জবাব দিতে হবে। আগামী অক্টোবরের মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনপ্রিয়তার ভিত্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন দেবেন বলেও জানান দলের সাধারণ সম্পাদক
সভায় পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম মোর্শেদ আরজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
আজাদ ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ১:১৩ এএম says : 0
এখন আর সমাবেশ আটকিয়ে কোন লাভ হবে না।
Total Reply(0)
Kaisar Khan ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ১১:০৯ এএম says : 0
বি,এন,পি চায় দেশে অরাজকতা তৈরী করতে।তাই এদের মিটিং করার অনুমতি দেওয়া ঠিক না।
Total Reply(0)
Hasan Islam ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ১১:১০ এএম says : 0
একটি গণতান্ত্রিক দেশে নিজের অধিকারের জন্য মনের ভাব প্রকাশ করতে গেলে অবশ্যই গণতন্ত্রের স্বার্থে সমাবেশ করা অত্যন্ত প্রয়োজন। এবং সেখানে গণতান্ত্রিক সমাবেশের জন্য সাহায্য আর সহযোগিতাপূর্ণ আচরণ করা আমাদের সকলের দায়িত্ববহন করে।
Total Reply(0)
Nazir Hossain ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ১১:১১ এএম says : 0
কাদের সাব কি ডি এমপির দায়িত্ব পাইলো নাকি?
Total Reply(0)
Hossni Mubarak ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ১১:১২ এএম says : 0
নিজেরা সমাবেশ করতে পারলে বিএনপি পারবেনা কেনো
Total Reply(0)
আবদুল গোফরান সেলিম ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ১১:১২ এএম says : 0
বাতাস উল্টা কেন
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন