সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

১৫ দিন পর নিখোঁজ ৫ ছাত্রের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ৫:৫০ পিএম

১৫ দিন পর নিখোঁজ ৫ ছাত্রের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের ও রিমান্ডে নিয়েছে ডিবি। গতকাল তাদের আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১২ সেপ্টেম্বর রাতে বিমানবন্দর এলাকা থেকে তিনজন ও পরে তাদের সূত্র ধরে যাত্রাবাড়ীর মীরহাজিরবাগ এলাকার মেস থেকে আরও দু'জনকে তুলে নেওয়া বলে অভিযোগ করে তাদের পরিবার। তারা হলেন- ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র শফিউল্লাহ, ঢাকা বারের শিক্ষানবিশ আইনজীবী শাফিউল আলম, তার ভাই মনিরুল আলম, চাকরিজীবী আবুল হায়াত ও যাত্রাবাড়ীর ডগাইর ফাজিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র মোশারফ হোসাইন মায়াজ। নিখোঁজ পাঁচজনের সন্ধান চেয়ে গত ১৫ সেপ্টেম্বর শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) সংবাদ সম্মেলন করেন স্বজনরা। ওই সময় তারা অভিযোগ করেন, এ ব্যাপারে বিমানবন্দর ও যাত্রাবাড়ী থানায় জিডি করতে গেলেও তা নেয়নি পুলিশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন