শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নরসিংদীতে তিন আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি উদ্বোধন

সরকার আদম আলী, নরসিংদী থেকে : | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

অবশেষে নরসিংদীর হাজার-হাজার রেলযাত্রীর সীমাহীন দুর্ভোগ অবসান ঘটতে চলেছে। প্রতিদিন ঝড়ের বেগে নরসিংদীর মানুষের মুখে ধুলো ছিটিয়ে যাওয়া আন্তঃনগর ট্রেনগুলো থেকে তিনটি ট্রেনের যাত্রা বিরতি কার্যকর হয়েছে নরসিংদীতে।
বৃহস্পতিবার পানি সম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল অব. মোহাম্মদ নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ঢাকা ও সিলেটে চলাচলকারী উপকূল, উপবন ও কালনী নাম তিনটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি উদ্বোধন করেছেন। শিবপুরের এমপি রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মো. সিরাজুল ইসলাম মোল্লার দীর্ঘ প্রচেষ্টার পর রেলমন্ত্রী মুজিবুল হক নরসিংদীতে ট্রেন তিনটির যাত্রা বিরতির নির্দেশ দেন। রেল মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব গত ২৪ সেপ্টেম্বর এক চিঠিতে এমপি সিরাজুল ইসলাম মোল্লাকে এ তথ্য অবহিত করেন। যার পরিপ্রেক্ষিতে নরসিংদী জেলা প্রশাসন গতকাল বৃহস্পতিবার ট্রেন বিরতি উদ্বোধনের আয়োজন করে। উদ্বোধনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। এ সময় উপস্থিত ছিলেন, শিবপুরের এমপি রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মো. সিরাজুল ইসলাম মোল্লা, নরসিংদীর পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বিপিএম, পিপিএম, নরসিংদীর পৌরমেয়র কামরুজ্জামান কামরুল, রেলওয়ের সংস্কার প্রকল্পের পরিচালক মো. মিয়া জাহান, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মো. শফিকুল রহমান, নরসিংদী জেলা যুবলীগ সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার এএইচ জামেরী হাসান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন