লালদিঘী ময়দানে আগামী বৃহস্পতিবার জনসভা করার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে এ সমাবেশের ঘোষণা করা হয়েছে।
শনিবার সকালে চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালয় নাসিমন ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে ডা. শাহাদাত হোসেন অভিযোগ করে বলেন, বিএনপি নেতাকর্মীদের নামে চট্টগ্রাম নগরীতে গত ১০ দিনে ২০টিরও অধিক মামলা দেয়া হয়েছে। এ ছাড়া গত কয়েকদিনে দেড় শতাধিক বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
আসন্ন জাতীয় নির্বাচনকে ৫ জানুয়ারির মতো এক তরফা ও ভোটারবিহীন করার নীল নকশার অংশ হিসেবে এই গ্রেফতার ও গায়েবি মামলা বলে অভিযোগ করেন বিএনপি নেতারা।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন